infobatbd@gmail.com

ট্রায়াক (TRIAC)

ট্রায়াক (TRIAC)
22 May 2018

ট্রায়াক (TRIAC)

//
Comments0

ট্রায়াক কি?

ট্রায়াক তিনটি তড়িৎদ্বার বা টার্মিনাল বিশিষ্ট একটি সুইচিং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক ডিভাইস৷ ট্রায়াক শুধুমাত্র তখনই পরিবাহী হয় যখন এর গেট (Gate) এ পজেটিভ অথবা নেগেটিভ ভোল্ট/পালস দ্বারা ট্রিগার করা হয়৷

ট্রায়াক নামটি কোথা থেকে এলো?

এটি আগে ট্রায়োড ফর অল্টারনেটিং কারেন্ট (Triode for Alternating Current) নামে সুপরিচিত ছিল যা কিনা SCR বা থাইরিস্টরের (Thyristor) উন্নত ভার্শন। কিন্তু থাইরিস্টর (SCR) এর সবচেয়ে বড় অসুবিধা হলো এটি একমুখী অর্থাৎ ডিসি পাওয়ারকে অথবা AC এর লোডে ফরওয়ার্ড বায়াস যুক্ত হাফ-সাইকেলকে কন্ডাক্ট ও নিয়ন্ত্রন করতে পারে ৷ অপরদিকে ট্রায়াক এসি (AC)   অল্টারনেটিং সাপ্লাইয়ের পজেটিভ ও নেগেটিভ উভয় হাফ-সাইকেলই কন্ডাক্ট ও নিয়ন্ত্রন করতে সক্ষম।

ট্রায়াকের ব্যবহার

নিচে বহুল ভাবে ট্রায়াক ব্যবহৃত হয় এমন কয়েকটি ডিভাইসের নাম উল্লেখ করছি-

লাইট ডিমার

হিটারের হিট কন্ট্রোলার

টাইম ডিলে রিলে সার্কিটে

বৈদ্যুতিক ফ্যান, মোটর এর গতি নিয়ন্ত্রন

পাওয়ার ট্রান্সফরমার এর ট্যাপ-চেঞ্জিং এ

উচ্চ শক্তি সম্পন্ন ল্যাম্প এর সুইচ হিসাবে

AC কন্ট্রোলের মাধ্যমে উন্নত ব্যাটারি চার্জারের কারেন্ট নিয়ন্ত্রনে

আর্ক ওয়েল্ডিং এ কারেন্ট নিয়ন্ত্রনের ক্ষেত্রে

ইত্যাদি আরো অনেক ক্ষেত্রে ট্রায়াকের ব্যবহার রয়েছে

ট্রায়াকের প্রতীক চিহ্ন বা সিম্বল

TRAIC

এর বিভিন্ন টার্মিনাল/লেগ গুলোর কাজ

ট্রায়াক এর তিনটি টার্মিনাল আছে, যথা-

১।মেইন টার্মিনাল ১ (MT1),

২।মেইন টার্মিনাল ২ (MT2) এবং

৩।গেট (Gate)।

MT1 এবং MT2 ব্যবহার করা হয় ফেজ এবং নিউট্রাল লাইনে সংযোগ দেবার জন্য। অন্যদিকে Gate ব্যবহার করা হয় ট্রিগারিংএর জন্য। ক্ষেত্রবিশেষে এই টার্মিনাল গুলোকে A1, A2, T1, T2 প্রভৃতি নামেও অভিহিত করা হয়।

কিভাবে ট্রায়াককে ট্রিগার করতে হয়

সাধারণত ট্রায়েকে ৪ ধরনের ট্রিগারিং সম্ভব

  1. MT2 তে পজেটিভ ভোল্টেজ এবং Gate এ পজেটিভ পালস
  2. MT2 তে পজেটিভ ভোল্টেজ এবং Gate এ নেগেটিভ পালস
  3. MT2 তে নেগেটিভ ভোল্টেজ এবং Gate এ পজেটিভ পালস
  4. MT2 তে নেগেটিভ ভোল্টেজ এবং Gate এ নেগেটিভ পালস

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।এর পরে যদি কারো  কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। লেখার ভিতরে কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভাল থাকেন।

Leave a Reply