infobatbd@gmail.com

রেজিস্টর এর বিস্তারিত আলোচনা

রেজিস্টর এর বিস্তারিত আলোচনা
19 May 2018

রেজিস্টর এর বিস্তারিত আলোচনা

/
Posted By
/
Comments1

রেজিস্টর কি ?

রেজিস্টর একটি ইংরেজী শব্দ,যার বাংলা অর্থ হলো রোধক।রোধ নাম শুনলেই বুঝা যায় এটা বাধা প্রদানকারী ডিভাইস।পরিবাহির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা দানকারী ডিভাইসকে রেজিস্টর বলে।

Resistor-01

আর যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বলে।

রেজিস্ট্যান্স এর প্রতীক এবং এককঃ রেজিস্ট্যান্সকে R দিয়ে প্রকাশ করা হয়। এর একক হল ওহম।

unnamed

রেজিস্টর এর প্রকারভেদঃ রেজিস্টর প্রধানত দুই প্রকার-

  • ফিক্সড রেজিস্টর।
  • ভেরিয়েবল রেজিস্টর।

ফিক্সড রেজিস্টর-

যে রেজিস্টর এর মান ফিক্সড থাকে বা যার মান পরিবর্তন করা সম্ভব না তাকে ফিক্সড রেজিস্টর বলে।

Resistor

ফিক্সড রেজিস্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে,যেমন-

  • সিরামিক রেজিস্টর
  • কার্বন ফিল্ম।
  • কার্বন পাইল।
  • মেটাল ফিল্ম।
  • ওয়্যার উন্ড ইত্যাদি।

ভেরিয়েবল রেজিস্টর-

যে রেজিস্টর এর মান প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানো যায় তাকে ভেরিয়েবল রেজিস্টর বা পরিবর্তনশীল রেজিস্টর বলে।

VARIABLE-RESISTOR-1024x513

 

রেজিস্টর এর কাজঃ-

সারকিটে কারেন্ট প্রবাহ বাধা প্রদান করা বা ভোল্টেজ ড্রপ ঘটানোই রেজিস্টর এর প্রধান কাজ।যেমন ধরুন একটা সার্কিটে LED আছে যার ভোল্টেজ রেঞ্জ ১.৫ থেকে ৩ ভোল্ট।এখন যদি কোন কারণে সোর্স ভোল্টেজ৩ ভোল্টের বেশি চলে আসে তাহলে LED  নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।এটা যাতে না ঘটে সেই জন্য রেজিস্টর ব্যবহার করা হয়।রেজিস্টর এইLED এর ৩ ভোল্টেজের বেশি ভোল্ট কে ড্রপ করে দিবে।রেজিস্টর মূলত সকল ক্ষেত্রেই এই ধরনের কাজ করে থাকে।

রেজিস্টর এর সার্কিট সংযোগঃ

সিরিজ সংযোগ-এই সার্কিটে একাধিক লোড(রেজিস্টর)এর সাথে একের পর এক সোর্সের সাথে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ তৈরি করা হয়।

101

 

প্যারালাল সার্কিট সংযোগঃ-

এই সার্কিটে একাধিক লোড (রেজিস্টর) বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়িতে এমন ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে।

Tahmeed007_1332496408_4-4

আজ শুধু রেজিস্টর নিয়েই লিখলাম।রেজিস্টর নিয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আরোও যদি কোন বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে সেটাও দয়া করে জানিয়ে দিবেন।আমি আপনাদের মাঝে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

1 Response

  1. Pingback : Resister - BAT

Leave a Reply