infobatbd@gmail.com

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ
gallery_6
19 May 2018

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ

//
Comments2

ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ :

আমি প্রমিত রঞ্জন দাস জুনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস আমি ও আমার কম্পানির পক্ষথেকে সকলকে জানাই লালগোলাপ শুভেচ্ছা। এখন থেকে  নিয়মিত  আমার জানা বিষয় গুলো নিয়ে  আপনাদের সাথে  আলোচনা করব। আশাকরি অনেকেই উপকৃত হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজ আমি আলোচনা করব (ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ)

 

(বিঃ দ্রঃ বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস এ Delta PLC এর উপর এক ফ্রি সেমিনারেরআয়োজন করা হয়েছে। তাই আপনারা সকলে আমন্ত্রিত।  রেজিস্ট্রেশন 

 

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এর বিভিন্ন সংক্ষিপ্তরূপ বা সাংকেতিক বর্ণ বিভিন্ন ক্ষেত্রে চোখে পড়ে। এই বর্ণগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, বিভিন্ন সার্কিট, টুলসে ও বিভিন্ন কাজে ব্যবহিত হয়।

এছাড়া এই বর্ণগুলো প্রায় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ও বিভিন্ন মেশিনের বৈশিষ্ট্য বা নেমপ্লেটে দেওয়া থাকে।

এই লেখাটি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের নতুন ছাত্র-ছাত্রীদের জন্য বেশ সহায়ক হবে বলে আশা করা যায়।

সাংকেতিক বর্ণ পূর্ণরূপ লিস্ট

  • A = অ্যাম্পিয়ার (Ampere)
  • V = ভোল্ট (Volt)
  • VA = ভোল্ট অ্যাম্পিয়ার (Volt ampere)
  • C = ক্যাপাসিট্যান্স (Capacitance)
  • f = ফ্রিকোয়েন্সি (Frequency)
  • R = রেজিস্ট্যান্স (Resistance)
  • G = কন্ডাক্ট্যান্স (Conductance)
  • X = রিয়াক্ট্যান্স (Reactance)
  • Y = এডমিট্যান্স (Admittance)
  • Z = ইম্পিড্যান্স (Impedance)
  • XCক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স (Capacitive Reactance)
  • L = সেল্ফ ইন্ডাক্ট্যান্স (Self Inductance)
  • S = স্লিপ (Slip)
  • M = মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স (Mutual Inductance)
  • T = Torque, Time Period, Temperature
  • T = Time
  • RF = Radio Frequency
  • XL = ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স (Inductive Reactance)
  • AC = অল্টারনেটিং কারেন্ট (Alternating Current)
  • AH = অ্যাম্পিয়ার আওয়ার (Ampere hour)
  • DC = ডাইরেক্ট কারেন্ট (Direct Current)
  • M.F = ইলেক্ট্রোমোটিভ ফোর্স (Electromotive force)
  • H = হেনরী (Henry)
  • Hz = হার্জ (hertz)
  • KHz = কিলো হার্জ (kilohertz)
  • MHz = মেগাহার্জ (Megahertz)
  • P = হর্স পাওয়ার (horsepower)
  • W = ওয়াট (Watt)
  • KW= কিলোওয়াট (Kilowatt)
  • MW = মেগাওয়াট (Megawatt)
  • MVAr = মেগাভোল্টএম্পিয়ার (Mega volt ampere) (reactive)
  • KVA = কিলোভোল্ট এম্পিয়ার (Kilovolt-ampere)
  • KΩ = কিলো ওহমস (Kilo ohms)
  • MΩ = মেগাওহমস Mega ohms
  • MMF = ম্যাগনেটোমোটিভ ফোর্স (Magneto motive force)
  • D = পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল ড্রপ (Potential Difference)
  • F = পাওয়ার ফ্যাক্টর (Power factor)
  • RPM = রিভিউলেশন পার মিনিট (Revolutions per minute)
  • Lm = লুমেন (Lumen)
  • μF = মাইক্রোফ্যারাড (micro Farad)
  • μA = মাইক্রোএম্পিয়ার (micro Ampere)
  • Wb = ওয়েবার (Weber)
  • CKT = সার্কিট (Circuit)
  • P = সিঙ্গেল পোল (Single Pole)
  • SPDT = সিঙ্গেল পোল ডাবল থ্রো (Single Pole Double Throw)
  • DPDT = ডাবল পোল ডাবল থ্রো (Double Pole Double Throw)
  • FDB = ফিউজ ডিস্ট্রিবিউশন বোর্ড (Fuse Distribution Board)
  • DP = ডাবল পোল (Double Pole)
  • IC = ইন্ট্রিগ্রেটেড সার্কিট (Integrated Circuit)
  • KCL = কার্শফ কারেন্ট (Kirchhoffs current law)
  • KVL = কার্শফ ভোল্টেজ (Kirchhoffs Voltage law)
  • MA = মিলি এম্পিয়ার (Milliampere)
  • MV = মিলি ভোল্ট (Millivolt)
  • LED = লাইট ইমেটিং ডায়োড (Light Emitting Diode)
  • LDR = লাইট ডিপেন্ডিং রেজিস্টর (Light Dependent Resistor)
  • LT = লো টেনশন (Low Tension)
  • HT = হাই টেনশন (Hight Tension)
  • MCB = মিনিয়াচার সার্কিট ব্রেকার (Miniature Circuit Breaker)
  • P = পোল (Pole)
  • PT = পটেনশিয়াল ট্রান্সফরমার (Potential Transformer)
  • CT = কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer)
  • Q = চার্জ (Charge)
  • SWG = স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ (Standard Wire Gauge)
  • VCB = ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার (Vacuum Circuit Breaker)

 

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।এর পরও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভাল থাকেন।

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে প্রমিত রঞ্জন দাস

খোদাহাফেজ।

2 Responses

  1. Pingback : PLC & DELTA PLC - BAT

Leave a Reply