infobatbd@gmail.com

Timer

Timer
3 May 2018

Timer (টাইমার)

/
Posted By
/
Comments2

টাইমার কাকে বলে ?

উত্তরঃ টাইম শব্দের অর্থ সময়,সময় ধারা নিয়ন্ত্রিত সুইচকে টাইমার বলে।

টাইমার কত প্রকার, কিকি  ?

টাইমার  প্রধানত দুই প্রকার

. ইলেকট্রিক টাইমার,

  • ইলেকট্রিক টাইমার -যে টাইমার কারেন্টের সাহায্যে চলে তাকে ইলেক্ট্রিক টাইমার বলে।

২.মেকানিকেল টাইমার

  • মেকানিকেল টাইমার -যে টাইমার স্প্রিং এর প্রেসারে চলে তাকে মেকানিকেল টাইমার বলে।

কানেকশন ডায়াগ্রাম:

AH3-3-120-volt-delay-timer-wiring-1--buzzer

কাজের পদ্ধতি:

  • কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করুন। ছবিতে দেখানো ৩টি স্টপ সুইচ (নরমালি ক্লোজ) এর পরিবর্তে ১টিসাধারণ  ‍সুইচ/ ‍সার্কিট ব্রেকার ব্যবহার করলেই হবে।
  • এনালগ টাইমার এর সামনের দিকের গোলাকৃতির / নবের মত অংশটা ঘুরালে টাইম (ধরি, ২০ সেকেন্ড) সেট হবে। ডিজিটাল টাইমার এর সামনে বোতাম থাকে । সেগুলো টিপে টাইম সেট করতে হবে।
  • কাটা (সিলেকটর) দেখে বোঝা যায় কত টাইমে সেট করা হলো
  • এখন সুইচ বা সার্কিট ব্রেকার চালু করলেও সেট করা টাইম পর৬ (৩ নং পিনও একই আচরণ করবে।) পিনের সাথে থাকা লোড (লাইট ১) বন্ধ থাকবে; যদিও লাইট ২ চালু হবে অর্থাত জ্বলে উঠবে কারণ কারেন্ট সরাসরি লাইটে পৌছাবে। তারপর সেট করা সময় (২০ সেকেন্ড) পর লাইট ১ ও জ্বলে উঠবে।
  • কিন্ত৪ ও ৫ নং পিন ৬ ও ৩ নং পিনের উলটা আচরণ করবে।

সার্কিট ডায়াগ্রাম: 

t9

টাইমার:

t4

সামনের দিক

 

t3

পিছনের দিক

t5

টাইমার বেস

t7

বেসের ‍সাথে সংযুক্ত অবস্থা

টাইমার দিয়ে স্টার ডেল্টা কানেকসন ডায়াগ্রাম:-

t8

2 Responses

  1. Pingback : মাইক্রোকন্ট্রোলার ও মাইক্রোপ্রসেসরর কি? | BAT

Leave a Reply