infobatbd@gmail.com

Relay (রিলে)

1 May 2018

Relay (রিলে)

/
Posted By
/
Comments0

রিলে

রিলে এর সাথে আমরা অনেকেই পরিচিত।রিলে একটি Electrical যন্ত্র।কার্যক্ষেত্রে এর ব্যবহার ব্যাপক।আজকে আমরা এই রিলে নিয়ে আলোচনা করবো।এই আলোচনা আশা করি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।

qw

লেখাটিতে যেসমস্ত বিষয় অন্তর্ভূক্ত থাকছে-

  • রিলে কি
  • এর প্রধান অংশ
  • এটি কত প্রকার
  • রিলে ব্যবহারের সুবিধা
  • এটি কিভাবে কাজ করে
  • রিলেতে ব্যবহৃত বিভিন্ন পিন সমূহ

রিলে কি?

এটি মূলত একটি ফরাসি শব্দ “রেলাইস” থেকে এসেছে ।এটি মূলত সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ বা SPDT. ।. এটি এক প্রকার ইলেক্ট্রমেগনেটিক সুইচ।এটি একটি প্রোটেকটিভ ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কোন পূর্বনির্ধারিত বৈদ্যুতিক অবস্থার পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটে সংযোক্ত ডিভাইস সমূহ কে অপারেট করে। এতে একটি কয়েল থাকে যেখানে বিদ্যুৎ সাপ্লাই করলে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয় এবং এর নরমালি ওপেন ও নরমালি ক্লোজ গুলো অর্থাৎ অক্সিলারি গুলো কাজ করে।

এর প্রধান অংশ হছে দুটি

  • ১।সুইচিং অংশ
  • ২।বিদ্যুৎ চুম্বকীয় অংশ

r

প্রকারভেদ

1) ওভার প্রটেকটিভ রিলে

2) সলিড স্টেট কন্ট্রোলার রিলে

3) সলিড স্টেট রিলে

4) লেচিং রিলে

রিলে ব্যবহারের সুবিধা:-

  • বৈদ্যুতিক সিস্টেমের যেকোন অংশের ত্রুটি দেখা দিলে রিলে অপারেশনের কারনে অতি দ্রুত ঐ ত্রুটিযুক্ত অংশকে সাপ্লাই হতে বিচ্ছিন্ন করা যায়।
  • বৈদ্যুতিক সিস্টেমের কোন অংশে ত্রুটি দেখা দিয়েছে তা জানা যায়।
  • কোন ধরনের ত্রুটি হয়েছে তা রিলে অপারেশনের মাধ্যমে জানা যায়।
  • রিলে এক ধরনের অটোমেটিক সুইচ।অল্প ভোল্টেজ ব্যবহার করে ২২০ মানের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যাবে এই রিলে দিয়ে।

এটি কিভাবে কাজ করে :-

এতে একটি কয়েল থাকে যেখানে বিদ্যুৎ সাপ্লাই করলে তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয় এবং এর নরমালি ওপেন ও নরমালি ক্লোজ গুলো অর্থাৎ অক্সিলারি গুলো কাজ করে সুইচের ন্যয় ।

fgfgg

 

রিলেতে ব্যবহৃত বিভিন্ন পিন সমূহ:-

NC (Normally close):-  এই পিনটি সাধারণ অবস্থায় অন থাকে। অর্থাৎ, রিলেতে উপযুক্ত বৈদ্যুতিক সরবরাহ না থাকায় এটি কমন পিনের সাথে সংযুক্ত(শর্ট) থাকে।

gfddh

NO (Normally Open):-এই পিনটি সাধারণ অবস্থায় অফ থাকে। অর্থাৎ যখন রিলেতে বৈদ্যুতিক সরবরাহ দেওয়া হয় তখন এই পিনটি কমন পিনের সাথে সংযুক্ত হয়।

Coil:- সুইচিং করার সময় এই পিনের মধ্য দিয়ে মান মত ভোল্টেজ প্রবাহিত করা হয়।এই পিনে কোন পজিটিভ ও নেগেটিভ পিন থাকে না।অর্থাৎ, কয়েলটি যেকোন ভাবেই লোডের দু প্রান্তের সাথে লাগানো যেতে পারে।

রিলে বিভিন্ন পিনের হয়ে থাকে:-

যেমন: – ৫পিন, ৮পিন, ১৪ পিন, তবে পিনের সংখ্যা যাই হোক না কেন প্রতিটা টার্মিনাল বা পিনের কাজ কিন্তু একই হয়ে থাকে।

এবার চলুন আমরা রিলে সুইচের একটি সার্কিট দেখি

a

এই সার্কিটটি আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।আর যারা এখন রিলে এর ব্যবহার তেমন ভাল করে বুঝতে পারেন নাই অথবা যদি কারোর এই রিলে সম্পর্কে সমস্যা বা প্রশ্ন থাকে তারা অবশ্যয় জানাতে ভুলবেন না।

Leave a Reply