infobatbd@gmail.com

PNP & NPN transistor চেনার উপায়

আজ আমরা তিনটি ধাপে PNP & NPN transistor চেনার উপায় এবং কিভাবে E(emetor),C(collector),B(base) বের করা যায় তা সম্পরকে কিছু জানাব |
9 May 2018

PNP & NPN transistor চেনার উপায়

//
Comments0

আজ আমরা তিনটি ধাপে PNP & NPN transistor চেনার উপায় এবং কিভাবে E(emetor),C(collector),B(base) বের করা যায় তা সম্পরকে কিছু জানাব |

1st step:

1st

যেকোন Transistor এর ১টা পিন কমন ধরে তাতে DMM(Digital multi meter)  এর ১ প্রান্ত ধরে তারপর ওপর প্রান্ত বাকি ২ পিন এ পরজায়ক্রমে ধরে দেখতে হবে যে রিডিং একই আচরন করে কিনা, মানে যখন রিডিং দেখাবে তখন অপর ২টি পিন এই দেখাবে না দেখালে কোনটি তেই না এমন combination বের করতে হবে । Fig 1a & 1b দেখে সহজেই বুজা যায় base  প্রান্তে মিটার এর লাল প্রান্ত & অপর ২টি তে পরজায়ক্রমে কালো প্রান্ত ধরলে রিডিং পাওয়া যাবে & মিটার উলটা করে ধরলে কোন রিডিং পাওয়া যাবে না(npn এর জন্য)। আর কাজ গুলো করতে হবে DMM(digital multi meter) দিয়ে diode  মাপার rang দিয়ে, এতে করে আমরা base পিন টি খুজে পাব সেটা কমন পিন টি ।

2nd step:

2nd

2nd step এখন base পিন & অপর  pin ২টির যেইটার রোধΩ এর মান বেশি হবে ওই pin টি হবে emitter আর অপর পিন টি collector ।

Fig 1a&1b থেকে দেখা যায় B (base)&C(collector) এর তুলনায় B(base)&E(emetor) এর মাঝের রোধ Ω এর মান বেশী ।

3rd step:

3rd

3rd step এখন আমরা জানতে  চাই এটা PNP or NPN এটা বুজার জন্য্ দেখব যখন base  এ dmm (digital multi meter) এর লাল প্রান্ত (+p) প্রান্ত ধরে অপর প্রান্ত ২টি তে পরযায়ক্রমে কালো প্রান্ত (–n) ধরে রিডিং পাব তখন বুজতে হবে ১টা p ২টা n মানে এটি NPN.

Fig 1b তে দেখা যায় base  এ dmm (digital multi meter)  এর লাল প্রান্ত (+p) প্রান্ত ধরে অপর প্রান্ত ২টি তে পরযায়ক্রমে কালো  প্রান্ত (–n) ধরে রিডিং পাই মানে এটি NPN ।

আবার যখন base এ dmm (digital multi meter)  এর কালো প্রান্ত (–n) ধরে অপর ২ প্রান্তে পরযায়ক্রমে লাল প্রান্ত (+p) ধরে রিডিং পাব তখন বুজতে হবে ১টা n ২টা p মানে এটি PNP. আমরা fig1c তে দেখতে পাই base এ dmm (digital multi meter)  এর কালো প্রান্ত (–n) ধরে অপর ২ প্রান্তে পরযায়ক্রমে লাল প্রান্ত (+p) ধরে রিডিং পাওয়া যায় মানে এটি PNP.

Leave a Reply