infobatbd@gmail.com

Single Blog Title

This is a single blog caption
16 May 2018

counter কি ? এবং এর কাজ ও ব্যাবহার

/
Posted By
/
Comments0

আশা করি সবাই ভাল আছেন , আমি সুপ্ত রায় সার্ভিস ইঙ্গিনিয়ার বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস। আমি এসেছি আজ আপনাদের সামনে counter নিয়ে কিছু কথা বলতে।

Counter কি ?

কাউন্টার এমন এক প্রকার ইলেকট্রনিক ডিভাইস যা নিম্নতম বাইনারি থেকে পর্যায়ক্রমে নির্দিষ্ট উচ্চতম সংখা পর্যন্ত গননা করে এবং উচ্চতম সংখায় পৌছার পর তা আবার ধারাবাহিক ভাবে বিপরীতক্রমে নিম্নতর গননা করতে পারে। এ ধরনের ডিভাইস কে counter বলে।

images

প্রকারভেদঃ

Counter প্রধানত দুই প্রকার যথা……

  1. Up counter
  2. Down counter

1.Up counter:

Up মানে উপরে আর count মানে গননা করা তাহলে আমরা বলতে পারি up counter মানে শূন্য থেকে উপরের দিকে গননা করা। অর্থাৎ  যে কাউন্টার শূন্যমান থেকে গননা আরাম্ভ করে পূবনির্ধারিত  মান পর্যন্ত গননা করে। অর্থাৎ প্রতিটি ইভেন্টে যোগ করতে থাকে যতখন পযন্ত প্রিসেট বা রিসেট মানে বা মান পযন্ত না পৌছে তাকে Up Counter বলে।

যখন মান বাড়ে তখন Counter Trun Up হয়

 

2.down counter:

Down  মানে নিচে আর count  মানে গননা করা তাহলে আমরা বলতে পারি down counter মানে নির্ধারিত  মান থেকে নিচের দিকে অর্থাৎ শূন্যর দিকে গননা করা।অর্থাৎ যে কাউন্টার পূবনিধারিত মান থেকে গননা আরাম্ভ করে শূন্যমান পযন্ত আসে অর্থাৎ প্রতিটি ইভেন্টে যে মান বিযোগ করে গননা করে তাকে Down Counter বলে। এবং যখন মান শূন্য অবস্থায় আসে তখন কন্টাক অবস্থার পরিবতিন হয়। অর্থাৎ
যখন মান কমে তখন Counter Trun Down হয়।

 

কার্যপ্রণালীঃ

এটি মাইক্রো কন্ট্রোলরে বা মাইক্রো প্রসেসরে ইলেকট্রিক ব্রেইন হিসেবে ব্যবহৃত হয়। পি.এল.সি তে কাউন্টার কিছু পূর্ব নিধারিত মানে সেট করা হয়। অর্থাৎ যখন ইনপুট থেকে গ্রহণকিত পালস সংখ্যা পূর্ব নিধারিত মানের সমান হয়, তখন ইহার কন্টাক্ট অপারেট করে অর্থাৎ NC ( Normally closed ), NO( Normally Open)হয় এবং NO. NC হয় অর্থাৎ open হয়।

 

কাউন্টার এর মডুলাসঃ

কোন কাউন্টার যত পর্যন্ত গননা করতে পারে তার mod তত হবে। যেমনঃ যদি কোন কাউন্টার 0000 থেকে 1111 পর্যন্ত গননা করতে পারে তখন তাকে mod 16 counter বলে । কোন কাউন্টারের mod  কত হবে তা নির্ভর করে তার flip flop এর সংখার উপর।একটি কাউন্টারে flip flop এর সংখা কত হবে তা m< 2  n সূত্র দারা নির্ণয় করা যায়। এখানে m= mod সংখা কে নির্দেশ করে এবং n হচ্ছে flip flop এর সংখা।

কানেকশন ডায়াগ্রামঃ

Capture

আমার সাথে যোগাযোগ করতে

ফেসবুকঃ সুপ্ত রায় 

 

Leave a Reply