infobatbd@gmail.com

ইনভার্টার

ইনভার্টার
12 May 2018

ইনভার্টার (INVERTER) VFD/VFI

/
Posted By
/
Comments3

ইনভার্টার কি বা কাকে বলে?

ইনভার্টার এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করে।

ইনভার্টার কত প্রকার ও কি কি?

  • স্কোয়ার ওয়েবinverter
  • মডিফায়াইড সাইন ওয়েবinverter
  • পিউর সাইন ওয়েব inverter

ইনভার্টার সার্কিটের আউটপুট

ইনভার্টারের নিম্মলিখিত আউটপুট পাওয়া যায়।

Inverter সাধারণত স্কোয়ার ওয়েব, মডিফিটেড সাইন ওয়েব, পালস সাইন ওয়েব, পালস ওয়াইডথ মডুলেশন তৈরি করতে পারে।

Simple-100W-Inverter-Circuit-Diagram

 

  • স্কোয়ার ওয়েবঃ

    এটা অনেক সহজতম ওয়েবফর্ম যা Inverter তৈরি করতে পারে। এটা কমসংবেদনশীলতা এপ্লিকেশনের জন্য উপযুক্ত যেমন লাইটনিং এবং হিটিং। স্কোয়ার ওয়েব আউটপুট ফর্ম যখন অডিও যন্ত্রপাতির সাথে সংযুক্ত করা হয় তখন তা গুন গুন শব্দ করে থাকে এবং যেটা সত্যি অনুপুযুক্ত সংবেদনশীল ইলেকট্রনিক্স এর জন্য।

  • সাইন ওয়েবঃ

    Inverter সার্কিট মূলত সাইন ওয়েব ও তৈরি করতে পারে। সাইন ওয়েব আউটপুট টাইপের Inverter তৈরি করতে অনেক খরচ হয়ে থাকে।

  • আউটপুট ফ্রিকুয়েন্সিঃ

    ইনভার্টারারের আউটপুট ফ্রিকুয়েন্সি সাধারণ এসি সাপ্লাই ফ্রিকুয়েন্সির মতই ৫০ অথবা ৬০ হার্টজ।

  • আউটপুট ভোল্টেজঃ

    এর আউটপুট ভোল্টেজ মূলত অনেকটাই গ্রীড লাইন ভোল্টেজের মতই হয়ে থাকে। যেমনঃ ১২০ অথবা ২৪০ VAC ডিস্ট্রিবিউশন লেভেল।

ইনভার্টার কোথায় কোথায় ব্যবহার করা হয়?

Inverter মূলত অনেক কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মোটর কন্ট্রোলিং এর কাজে Inverter ব্যবহার করা হয়ে থাকে।

ডিসি পাওয়ার সোর্স হিসেবে ব্যবহারঃ Inverter মূলত ডিসি পাওয়ার(ব্যাটারি সোর্স, জ্বালানি কোষ, সোলার প্যানেল ) ইত্যাদি থেকে এসি ইলেক্ট্রিসিটিতে রুপান্তর করতে পারে।

ইলেকট্রিক মোটর স্পীড কন্ট্রোলঃ  Inverter বা ভিএফডি বা ড্রাইভ মূলত ব্যাবহার করা হয় লোডের স্পিড বা গতিকে কন্ট্রোল করার জন্য। ধরুন আপনার একটি কনভেয়ার বেল্ট আছে। যাকে আপনার মাঝে মাঝে 10 minute এ ঘুরাতে হবে।আবার মাঝে মাঝে 5 minute ঘুরাতে হবে।

তাহলে আপনি এই বেল্টের স্পিড কিভাবে কন্ট্রোল করবেন? অবশ্যই ঘুরানোর জন্য যে মোটর আছে তার স্পিড কন্ট্রোল করবেন। আর এর স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে Inverter / ভিএফডি / ড্রাইভ ব্যাবহার করতে হবে। Inverter/ ভিএফডি/ ড্রাইভ দিয়ে মোটরের লোড নেওয়ার ক্ষমতাকে কমবেশী করা যায়।

Inverter ব্যাবহার করার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরকে বা লোডকে যখন খুশি বা যেভাবে খুশি নিয়ন্ত্রন করতে পারছেন।যার ফলে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হচ্ছে।

এছাড়া ও বৈদ্যুতিক যানবাহনের ড্রাইভ, এয়ার কন্ডিশনারে, এইচভিডিসি পাওয়ার সরবরাহ, চলক ফ্রিকুয়েন্সী ড্রাইভ,  আবেশী তাপ প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে Inverter এর ব্যাপক ব্যবহার দেখা যায়।

Industry তে বিভিন্ন ধরনের Variable Inverter ব্যবহার করা হয় :-

  1. VFI/VFD  Variable Frequency Inverter/Drive(IGBT/IPM)
  2. VVCI  Variable Voltage Control Inverter(TRIAC)
  3. VVVFI  Variable Voltage Variable Frequency Inverter(IGBT & TRIAC)

আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন দেখা হবে অন্য কোন দিন ,কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। খোদাহাফেজ।

3 Responses

  1. Ag Guys Cialis cialis without prescription Find Generic Dutasteride In Canada Cash On Delivery Levitra Per Giovani Drugs For Sale Without Prescription Viagra 50 Mg Vademecum cialis Abortion Pill Fast Delivery Prescribed Ciprodex Otic And Amoxicillin Cialis Crise Cardiaque Como Usar Cialis viagra vs cialis Viagra Extra Dose Viagra Billiger Cialis Rembourse Tadalis Sx Soft History costo priligy originale Meilleur Cialis Generique Viagra Kaufen Ohne Vorkasse Ist Viagra Rezeptpflichtig Cialis Levitra propecia without prescription Elocon Mastercard Online Free Doctor Consultation Cialis Medicina Worldwide Pharmacy Ventalin Buy Diflucan Cheap generic 5mg cialis best price Sildenafil 50 Mg Generico Antibiotics Online Overnight Delivery Buy Celebrex 200mg

  2. Pingback : ইনভার্টার - BAT

Leave a Reply