infobatbd@gmail.com

What Is Inverter

What Is Inverter
27 Mar 2020

What Is Inverter

/
Posted By
/
Comments0

ইনভার্টার কি বা কাকে বলে?

যে ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করা হয় ইনভার্টার বলে ।

ইনভার্টার কত প্রকার ও কি কি?

  1. স্কোয়ার ওয়েব ইনভার্টার
  2. মডিফায়াইড সাইন ওয়েব ইনভার্টার
  3. পিউর সাইন ওয়েব ইনভার্টা

আউটপুট ভোল্টেজঃ

এর আউটপুট ভোল্টেজ মূলত অনেকটাই গ্রীড লাইন ভোল্টেজের মতই হয়ে থাকে। যেমনঃ 220 VAC অথবা 440 VAC ডিস্ট্রিবিউশন লেভেল।

ইনভার্টার কোথায় কোথায় ব্যবহার করা হয়?

আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মোটর কন্ট্রোলিং এর কাজে ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে। ইনভার্টার মূলত অনেক কাজে ব্যবহার করা হয়।

ডিসি পাওয়ার সোর্স হিসেবে ব্যবহারঃ ইনভার্টার মূলত ডিসি পাওয়ার(ব্যাটারি সোর্স, জ্বালানি কোষ, সোলার প্যানেল ) ইত্যাদি থেকে এসি ইলেক্ট্রিসিটিতে রুপান্তর করতে পারে।

ইনভার্টার ব্যাবহার করার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মোটরকে বা লোডকে যখন খুশি বা যেভাবে খুশি নিয়ন্ত্রন করতে পারছেন।যার ফলে আপনার বিদ্যুৎ ও সাশ্রয় হচ্ছে।

এছাড়া ও বৈদ্যুতিক যানবাহনের ড্রাইভ, এয়ার কন্ডিশনারে, এইচভিডিসি পাওয়ার সরবরাহ, চলক ফ্রিকুয়েন্সী ড্রাইভ,  আবেশী তাপ প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে ইনভার্টার এর ব্যাপক ব্যবহার দেখা যায় ।

ইন্ডাস্ট্রি তে কি ধরনের ইনভার্টার ব্যবহার করা হয় ?

Industry তে Ac Motor এর Speed Control করার জন্য মূলত Variable Inverter ব্যবহার করা হয় ।

যেমন:

  • VFI/VFD  Variable Frequency Inverter/Drive(IGBT/IPM)
  • Variable Voltage Control Inverter(TRIAC)
  • VVVFI   Variable Voltage Variable Frequency Inverter(IGBT & TRIAC)

এর মধ্যে VFI/VFD সব চাইতে বেশি ব্যবহার করা হয়

Inverter

VFD কি ভাবে কাজ করে?

আমরা পূর্বেই জেনেছি, যে ইলেকট্রনিক্স ডিভাইস দ্বারা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করা হয় ইনভার্টার বলে । কিন্তু ইন্ডাস্ট্রি তে যে ইনভার্টার ব্যবহার করা হয় তার ইনপুট এ এসি কারেন্ট সরবরাহ দেয়া হয় যা রেক্টিফায়ারে দ্বারা ডিসি তৈরি করা হয় ক্যাপাসিটর দিয়ে তাকে বিশুদ্ব ডিসি তৈরি করা হয় এই ডিসি কারেন্ট কে IGBT এর মাধ্যমে আবার AC তে পরিনত কর

অর্থাৎ AC কে ভ্যারিয়েবল  AC তে পরিনত করে । কি ভাবে এই কাজটি করা হয় তা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব

এখানে L1,L2,L3 এর মাধ্যমে পাওয়ার দেয়া হয় । অতিরিক্ত ভোল্টেজ  থেকে ইনভার্টার  কে  সুরক্ষিত রাখার জন্য Metal Oxide Varistor (MOV) ব্যবহার করা হয় । এবং রেক্টিফায়ারে দ্বারা DC তৈরি করা হয় এই DC কে ক্যাপাসিটর দিয়ে তাকে বিশুদ্ব DC তৈরি করা হয় এখন আমরা যা পাচ্ছি তা পিওর ডিসি যা     IGBT তে সরবরাহ করা হয় । আমাদের চাহিদা অনুযায়ী CPU তে  প্রোগ্রাম করে দিতে হবে । প্রোগ্রাম  অনুযায়ী  CPU কার্ড ড্রাইভ কার্ড সিগন্যাল প্রদান করবে এবং ড্রাইভ কার্ড IGBT কে পরিচালনা করবে । এখানে IGBT তে DC দেওয়া হচ্ছে যা ড্রাইভ অনুযায়ী AC পরিণত হবে । অর্থাৎ CPU কার্ড প্রোগ্রাম  অনুযায়ী আউটপুট পাবো । এখানে  CPU তে  10Hz প্রোগ্রাম করে দিলে আউটপুট এ 10Hz পাবো,70Hz প্রোগ্রাম করে দিলে আউটপুট এ 70Hz ই পাবো । আউটপুট এ কত Hz পাবো তা নির্ভর করে IGBT এবং ড্রাইভ কার্ড এর ওপর ।

Our Inverter Product

সাধারণত VFD তে যে সকল পারমিটার সেটিংস করতে হয় ,

Operation Setting:-

  • Local/Keypad/Panel Mode.
  • Remote/Terminal/External Mode.
  • Communication Mode.

Motor Parameter Setting:-

  • Motor Power (KW)
  • Motor Voltage (V)
  • Motor Current (A)
  • Motor Frequency (Hz)
  • Rated Motor Speed(RPM)
  • Reference Parameter Setting:-
  • Output Frequency Low Limit (Minimum Frequency) 0Hz/ offset Hz
  • Output Frequency High Limit (Maximum Frequency) 50Hz.
  • Ramp up time / Acceleration time.
  • Ramp down time/ Deceleration time.

Leave a Reply