infobatbd@gmail.com

থার্মোকাপল(Thermocouple )

থার্মোকাপল(Thermocouple )
2 Sep 2018

থার্মোকাপল কি?

//
Comments3

“জীবেনর প্রয়োজনে, সময়ের তাগিদে। মাতৃ ভাষায় হোক ইঞ্জিনিয়ারিং চর্চা” আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা ভাল আছেন। আমি জয়নুল ইসলাম জুনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার “বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস” আজ আমি আপনাদের মাঝে একটা  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল থার্মোকাপল। থার্মোকাপল(Thermocouple)এর নাম নিশ্চয় সবাই শুনেছি কিন্তু কয়জন জানি যে এটা কিভাবে কাজ করে। বর্তমানে ইন্ড্রাস্ট্রির কথা বলতে গেলে থার্মোকাপল(Thermocouple) সম্পর্কে আমাদের জানা থাকা দরকার ।

থার্মোকাপল(Thermocouple )কি ?

Thermocouple হলো একটি metalic দন্ড, যার সাহায্যে কোন স্থানের তাপমাত্রা পরিমাপ করা যায় ।থার্মোকাপল(Thermocouple )একটি এনালগ সেন্সর ।ইহা তাপমাত্রা পরিমাপ করার কাজে ব্যবহার হয় ।

থার্মোকাপল(Thermocouple ) কিভাবে কাজ করে ?

Thermocouple’s এ thermo or tharmal মানে তাপমাত্রা আর couple মানে যুগল। এই Thermocouple এ দুটি আলাদা metal কে একজায়গায় আটকিয়ে যুগল বা couple করা হয়। থার্মোকাপল(Thermocouple ) এ প্রথম অবস্থায় ০ মিলিভোল্ট বা শর্ট হবে । তাপমাএা দেওয়ার পর ধীরে ধীরে মান বাড়তে থাকবে ।থার্মোকাপল(Thermocouple)এ দুটি টার্মিনাল থাকে একটি পজেটিভ এবং অপরটি নেগেটিভ। এটি মিটারের ভোল্টেজ মোডে মাপতে হয়।

41hm8S-fEbL._SX342_

                           চিএ : থার্মোকাপল(Thermocouple )

থার্মোকাপল(Thermocouple )সার্কিট ডায়াগ্রাম

thermocouple

থার্মোকাপল(Thermocouple ) এর গঠন প্রয়োজনীয়তা নিম্নরূপ ঃ

১।দুটি তাপ বিদ্যুৎ ঢালাই গঠিত তাপদ্বয় দৃঢ় হতে হবে।

২।শর্ট সার্কিট সুরক্ষার জন্য দুটি গরম ইলেকট্রোড একে অপরের মধ্যে হওয়া উচিত।

৩।সংযোগের ক্ষতিপূরণ ওয়ার এবং তাপদ্বয় মুক্ত শেষ সুবিধাজনক এবং নির্ভরযোগ্য হওয়া উচিত।

৪।প্রতিরক্ষামূলক স্বতন্ত্র এটি নিশ্চিত করতে সক্ষম হবেন যে তাপ বিদ্যুৎ এবং ক্ষতিকারক মিডিয়া পুরোপুরি বিচ্ছিন্ন।

থার্মোকাপল(Thermocouple )এর ব্যবহারঃ

থার্মোকাপল(Thermocouple) ব্যাপকভাবে বিজ্ঞান ও শিল্পে ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে ফ্যাক্টরি, গ্যাস টারবাইন এক্সহোল, ডিজেল ইঞ্জিন এবং অন্যান্য শিল্পের প্রসেস এর তাপমাত্রা পরিমাপ। থার্মোকাপলগুলি হোমস, অফিস এবং ব্যবসাগুলিতে তাপস্থাপনের তাপমাত্রা সেন্সর হিসেবেও ব্যবহৃত হয় এবং গ্যাস-পাওয়ারের নিরাপত্তা ডিভাইসগুলিতে শিখা সেন্সর হিসেবে ব্যবহৃত হয় ।

আজ এই পর্যন্ত বন্ধুরা,আশাকরি সবাই বুঝতে পেরেছেন।এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন, ভাল থাকুন।

ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে জয়নুল ইসলাম

খোদাহাফেজ।

                

            

3 Responses

Leave a Reply