infobatbd@gmail.com

ফিউজ (Fuse)

ফিউজ (Fuse)
22 Jul 2018

ফিউজ (Fuse)

/
Posted By
/
Comments1

“জীবেনর প্রয়োজনে, সময়ের সাথে

মাতৃ ভাষায় হোক ইঞ্জিনিয়ারিং চর্চা”

আপনি জানেন কি কেন বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রিতে ফিউজ ব্যবহার করা হয় ? কি করলে বাসাবাড়ি কিংবা ইন্ডাস্ট্রির লোড গুলো সুরক্ষিত থাকবে ? চলুন আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক, আমি সুপ্ত রায় সার্ভিস ইঞ্জিনিয়ার বাংলাদেশ অটোমেশান টেকনোলজিস।

বাংলাদেশ অটোমেশান টেকনোলজিস এর ব্লোগ সাইটে সকল কে জানাই স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন,

সকলের প্রতি ভালবাসা রেখে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা……

ফিউজ কিঃ

তড়িৎ বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ রোধ করার জন্য যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফিউজ বলে।

ফিউজ একটি রক্ষাকারী ডিভাইস। যাহা একটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিদ্ধারিত মানের চেয়ে অধিক ইলেকট্রন প্রবাহিত হলে নিজে পুরে গিয়ে ইলেকট্রন প্রবাহের পথ বিচ্ছিন্ন করে দিয়ে সিস্টেমকে রক্ষাকরে।
অনাকাঙিক্ষত ইলেকট্রন প্রবাহ থেকে সার্কিটকে রক্ষা করতে ফিউজ ব্যবহার করাহয়।

ফিউজের প্রতিকঃ

Captureuihyh

প্রকারভেদঃ

গঠন অনুযায়ি ফিউজ তিন প্রকার যথাঃ

  • রি-ওয়্যায়েবল ফিউজ
  • কার্টিজ ফিউজ
  • এইচ আর সি ফিউজ

ভোল্টেজ অনুসারে ফিউজ দুই প্রকার যথাঃ

  • লো –ভোল্টেজ ফিউজ
  • হাই- ভোল্টেজ ফিউজ

ফিউজের কার্যপদ্ধতিঃ

ফিউজের কাজ হলো সার্কিটে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন না করে নির্দিষ্ট পরিমান কারেন্ট বহন করে এবং সার্কিটে কারেন্ট এর পরিমান বৃদ্ধি পেলে তার মেটাল তার বা তারের টুকরো টি গলে গিয়ে সার্কিট হতে বিছিন্ন হয়ে পরে এবং সার্কিটে কারেন্ট প্রবাহের লাইন কে বিছিন্ন করে দেয় ফলে সার্কিট অতিরিক্ত কারেন্ট প্রবাহ হতে সুরক্ষা পায়। এভাবেই একটি ফিউজ নিজে পুড়ে গিয়ে সার্কিট কে রক্ষা করে।

ফিউজ তারের বৈশিষ্টঃ

ফিউজ তারের বৈশিষ্ট হচ্ছে এটা উত্তপ্ত হলে গলেযাবে।

এটা একটা প্রহরী হিসেবে কাজ করবে। সর্ট সার্কিট বা ওভারলোড হলে সে মারাযাবে এবং সংযুক্ত ডিভাইসকে বা সিস্টেমকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে।

ফিউজিং কারেন্টঃ   

সরবনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে। এই কারেন্টের মান ঐ ফিউজের ফিউজিং এলেমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।

ফিউজ ও সার্কিট ব্রেকার এর মধ্যে পার্থক্যঃ

এই দুটির ই কাজ হল অতিরিক্ত কারেন্ট প্রবাহ থেকে সার্কিট বা বর্তনী কে রক্ষা করা।

এদের মধ্যে পার্থক্য হল –

  • ফিউজ একবার কাজ করার পর এর লিড টি পুড়ে যায়। আর সার্কিট ব্রেকার কাজ করার পর অফ হয়ে যায়।
  • ফিউজ পুনরায় কর্মক্ষম করতে হলে এর লিড পাল্টাতে হয়।  আর সার্কিট ব্রেকার কর্মক্ষম করতে শুধু অন করে দিলেই হয়।
  • ফিউজ সুইচ হিসেবে ব্যবহার করা যায় না।সার্কিট ব্রেকার সুইচ হিসেবে ব্যবহার করা যায় ।
  • ফিউজের দাম তুলনা মুলক কম। আর সার্কিট ব্রেকার এর দাম বেশী।
  • ফিউজ ব্যবহৃত হয় ক্ষুদ্র বর্তনীতে আর সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় বৃহৎ বর্তনীতে।

যে কোন বৈদ্যুতিক  বর্তনী বা সার্কিটে ফিউজ বা সার্কিট ব্রেকার যেকোনো একটি ব্যাবহার করা যেতে পারে।বর্তমানে উচ্চ প্রতিরক্ষার্থে দুটিই ব্যবহার করা হয়।

এতক্ষণ ধর্য ধারন করে পোস্টটি পরার জন্য আপনাকে অসংক্ষ অসংক্ষ ধন্যবাদ। আসলে ইলেক্ট্রক্যাল বা ইলেক্ট্রনিক্স এর কাজ গুলো হাতেকলমে না করলে ভালভাবে বোঝা বা মনে রাখাটা একটু কঠিন। যাইহোক , জানিনা কে কতটুকু বুঝতে পেরেছেন , এই আলোচনার মধ্যে কোন কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমাধান দেওয়ার চেষ্টা করব।

সবার সু-সাস্থ কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

1 Response

Leave a Reply