infobatbd@gmail.com

ক্যাপাসিটর ( Capacitor) কী?

Capacitor
9 May 2018

ক্যাপাসিটর কী?

//
Comments2

ক্যাপাসিটর ( Capacitor) কী?

ক্যাপাসিটর একটি প্যাসিভ দুই টার্মিনাল বৈদ্যুতিক উপাদান যা একটি বৈদ্যুতিক ক্ষেত্রের সম্ভাব্য শক্তি বা চার্জ  সঞ্চয় করে। একটি ক্যাপ্যাসিটরের প্রভাব ক্যাপ্যাসিট্যান্স হিসাবে পরিচিত।

ক্যাপাসিটর জিনিসটা বৈদ্যুতিক চার্জ জমা রাখতে কাজে লাগে। এটা বানানো খুবই সোজা। যেকোন দুটি বিদ্যুৎ পরিবাহী পদার্থকে কোন অপরিবাহী পদার্থ দিয়ে আলাদা করে রাখলেই তা ক্যাপাসিটর হিসাবে কাজ করে। সেই হিসাবে আমাদের চারপাশের মোটামুটি অনেক বস্তুই ক্যাপাসিটর এর মত কাজ করে।
বাসায় বড় ধাতব থালা থাকলে দুটি থালা নিয়ে মাঝে কাগজ রেখে দিলেই তা ক্যাপাসিটর হয়ে যাবে। এমন কি বাসায় ক্যাপাসিট্যান্স (চার্জ জমা রাখার ক্ষমতার একক) মাপার ডিজিটাল মিটার থাকলে তা দিয়ে মেপেও দেখতে পারেন।

অনেক ধরণের ক্যাপাসিটর হয়,

2capa

উপরের গুলা ভেরিএবল ক্যাপাসিটর যা দিয়ে রেডিওটিউনিং করা হয়।

এগুলা সিরামিক ক্যাপাসিটর, এগুলার মান কম হয়ে থাকে।মূলত ১ pF থেকে ১০০০ pF এবং সর্বোচ্চ সহনীয় ক্ষমতা ৫০০ ভোল্ট পর্যন্ত ।

3

 

এগুলা ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর। এরা অনেক ছোট প্যাকেজে অনেক বড় মানের ক্যাপাসিটর।
4

 

 

আশাকরি সবাই বুঝতে পেরেছেন। এর পরে যদি কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। লেখার ভিতরে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভাল থাকেন।

2 Responses

Leave a Reply