infobatbd@gmail.com

প্যানাসনিক পি এল সি (Panasonic PLC)

প্যানাসনিক পি এল সি (Panasonic PLC)
14 Jul 2018

প্যানাসনিক পি এল সি (Panasonic PLC)

//
Comments1

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ সোহেল রানা জুনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস। আমি নিয়মিত আপনাদের সাথে ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে বিষয় গুলো জানি , সেগুলো নিয়ে আলোচনা করে আসছি । আশাকরি অনেকেই একটু হলেও উপকৃত হচ্ছেন বা হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজ আমি আলোচনা করবো প্যানাসনিক পি এল সি নিয়ে।

আজকে আমরা প্যানাসনিক পি এল সি এর বেসিক কিছু জিনিস জানবো। তার আগে ছোট করে জেনে নেই

পি এল সি কি?

PLC এর meaning হল Programmable Logic Controller। PLC একটি মাইক্রোপ্রসেসর Base Device যার Input, Output Card/circuit থাকে।যার ভিতর পূর্বে Program করে দিতে হয়, উক্ত Device একটি Input গ্রহণ করার পর পূর্বের Program এর ওপর logic অনুযায়ী কাজ করার পর Sequence অনুযায়ী Output  প্রদান করে তাহাকে PLC বলে।

14692-2553179

প্যানাসনিক পি এল সি তে কাজ করতে গেলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, সেটা হল আমাদের একটা প্যানাসনিক পি এল সি লাগবে। একটা সফটওয়্যার লাগবে । সফটওয়্যার এর নাম FPWIN Pro 7. আর কমনিকেশন করতে যে ক্যাবলটি লাগবে সেটি হল, RS-232.

Capture3

এখন আমাদের  জানতে হবে ইনপুট, আউটপুট, রিলে, টাইমার ও কাউন্টার Instruction  .

সকল Instruction নিচে দেওয়া হল ।

Input = X1,X2,X3……………………………X109F

Output= Y1, Y2,Y3………………………….Y109F

Relay= R0, R1, R2……………………………R225F

Timer= T0, T1, T2……………………………………….T1007

Counter= C0, C1, C2………………………………….. C1023

আমরা এখানে পাঁচ টা ভাষায় প্রোগ্রাম করতে পারব । ভাষা গুলো হল

পিএল সি প্রোগ্রামিং ভাষা:

  1. Ladder Diagram (LD)
  2. Function Block Diagram (FBD)
  3. Instruction List (IL)
  4. Structural Text (ST)
  5. Sequential Function Chart (SFC)

এরপর আমরা আমাদের সুবিধা মত ভাষা নির্বাচন করে প্রোগ্রাম করব।

Capture2

এরপর আমরা আমাদের সিকুয়েন্স অনুযায়ী প্রোগ্রাম করব।

Capture1

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।এর পরে যদি কারো  কোন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট এ  জানাবেন। লেখার ভিতরে কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভাল থাকেন।

***আল্লাহ্‌-হাফেজ***

 

1 Response

Leave a Reply