infobatbd@gmail.com

Temperature Controller

Temperature Controller
30 Jul 2018

Temperature Controller ( টেম্পারেচার কন্ট্রোলার )

//
Comments1

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ সোহেল রানা জুনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস। আমি নিয়মিত আপনাদের সাথে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে বিষয় গুলো জানি , সেগুলো নিয়ে আলোচনা করে আসছি । আশাকরি অনেকেই উপকৃত হচ্ছেন বা হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আজ আমি আলোচনা করবো Temperature Controller নিয়ে।

টেম্পারেচার কন্ট্রোলার কি?

Temperature controller এমন একটি device, যার মাধ্যমে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা হয়। টেম্পারেচার কন্ট্রোলার কোন Temperature sensor হতে আগত output কে তার input হিসাবে গ্রহণ করে এবং সেটকৃত তাপমাত্রার উপর নির্ভর করে Load কে কন্ট্রোল করে।

Temperature controller কিভাবে কাজ করে ?

Capture1 

নিচে একটি temperature controller এর pin diagram দেওয়া হলঃ

TCPD

টেম্পারেচার কন্ট্রোলারের ১ ও ২ নাম্বার পিনে এসি ২২০ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। পাওয়ার দিলে কন্ট্রোলারটি অ্যাক্টিভ হবে। এবং ১১ ও ১২ নাম্বার পিনে temperature sensor  লাগাতে হবে । এবং ৪ ও ৬ নাম্বার পিনে লোড লাগাতে হবে।

এখন আমরা আসি এটি কিভাবে কাজ করে। আমরা সবার উপরের ছবিটির দিকে খেয়াল করলে দেখতে পাব এর মধ্যে দুইটি ভেলু আছে যার ভিতর একটা ভেলু আমাদের সেট করে দিতে হয়।  পিন ডায়াগ্রামে আমরা দেখেছি ৪,৫,৬ তিনটি পিন আছে যার মধ্যে ৫ নাম্বার পিনটি কমন । ৬ নাম্বার পিনটি নরমালি ক্লোজ, এবং ৪ নাম্বার পিনটি নরমালি ওপেন । আমরা এখানে যে ভেলু সেট করে দিব তাপমাত্রা সেই ভেলু অতিক্রম করার সাথে সাথেই আমাদের ওপেন পিনটি ক্লোজ হবে এবং ক্লোজ পিনটি ওপেন হবে। তার মানে এখানে আমরা যে লোড ব্যবহার করবো সেটি অন বা অফ হবে ।

আমরা নিচের চিত্রটি দেখলে বুঝতে পাড়বো ।

Untitled12

ধরি এই টেম্পারেচার কন্ট্রোলারে টেম্পারেচার ৫০ সেট করা আছে । PT-100 temperature detect করছে । এই অবস্থায় এখানে লাম্প-১ জ্বলবে এবং লাম্প-২ বন্ধ থাকবে । যখন তাপমাত্রা ৫০ পার করবে তখন লাম্প-১ বন্ধ হবে এবং লাম্প-২ জ্বলবে। এভাবেই এটি কাজ করে থাকে।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।এর পরে যদি কারো  কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। লেখার ভিতরে কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভাল থাকেন।

***আল্লাহ্-হাফেজ***

********

******

****

**

1 Response

Leave a Reply