infobatbd@gmail.com

Silicon Control Rectifier (SCR)

Silicon Control Rectifier (SCR)
31 May 2018

Silicon Control Rectifier (SCR)

/
Posted By
/
Comments0

 

SCR কি ?

SCR যার অর্থ হলো Silicon Control Rectitier.এটি একটি ইলেক্ট্রোনিক্স ডিভাইস।এটা মূলত চার স্তর,তিন টার্মিনাল এবং তিন জাংশন বিশিষ্ট PNPN সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।

 

 

SCR

একটি ট্রানজিস্টরের জাংশন এর সাথে অপর একটি PN জাংশন যুক্ত করলে যে তিন জাংশন বিশিষ্ট ইলেক্ট্রোনিক ডিভাইস উৎপন্ন হয় তাকে SCR বলে।এটা মূলত সুইচিং করার কাজেই বেশি ব্যবহার করা হয়।

Untitledji

SCR এর গঠন

এটা তিন জাংশন,চার লেয়ার এবং তিন টার্মিনাল নিয়ে গঠিত,এতে পজেটিভ টার্মিনাল Anode এবং নেগেটিভ টার্মিনাল Cathode আর একটি Gate থাকে।Gate এ সর্বদায় পজেটিভ বায়াস দেওয়া হয়।

SCR এর V-I বৈশিষ্ট্য রেখা

Unti

SCR এর বৈশিষ্ট্য

*SCR অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে কাজ করে।

*SCR একবার কন্ডাকশনে গেলে Gate তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারায়।

*SCR একটি PNP ও NPN ট্রানজিস্টরের সমতুল্য।

*এটা অল্প মানের ফরোয়ার্ড ভোল্টেজে কাজ শুরু করে বলে এর দক্ষতা অনেক বেশি।

*এটা অনেক টেকসই স্থির ডিভাইস।

*আকারে ছোট এবং হালকা বলে এটা ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায়।

SCR এর ল্যাচিং কারেন্ট কি?

Gate এ সাপ্লাই ছাড়া কোন SCR এর স্টেট পরিবর্তন করতে কিছু সময়ের প্রয়োজন হয়।যদি ট্রিগারিং সিগন্যাল (ভোল্টেজ বা কারেন্ট) SCR এর গেটে প্রয়োগ করা হয় তখন এটা অফ স্টেট থেকে অন স্টেটে পরিবর্তিত হয়।একে টার্ন অন টাইম বলা হয়।আর এই টার্ন অন টাইমে SCR এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ল্যাচিং কারেন্ট বলে।

SCR কে সুইচ বলা হয় কেন ?

SCR এ দুটি স্টেট থাকে একটা অন এবং একটা অফ। এই দুই স্টেটে যখন প্রয়োজনীয় গেট কারেন্ট দেওয়া হয় তখন এর অন কন্ডিশন,আবার যখন Anode কারেন্ট Holding কারেন্ট এর নিচে আনা হয় তখন অফ হয়ে যায়। সুতরাং দেখা যায় যে, SCR সিঙ্গেল সুইচ এর ন্যায় কাজ করে, তাই SCR কে ইলেক্ট্রোনিক সুইচ বলা হয়।

NV_0102_Marston_FIG2

SCR এর সুবিধা ?

*এত কোন মুভিং পার্টস নেই বলে নয়েজ থাকে না।

*এর দক্ষতা অনেক বেশি হয়।

*এর সুইচিং স্পীড খুব বেশি হয় (সেকেন্ডে ১০ বার)।

*এটা ওজনে হালকা ফলে ত্রুটিমুক্ত সার্ভিস দেয়।

*এর পাওয়ার গেইন খুব বেশি।

SCR এর ব্যবহার ?

*এটা খুব দ্রুত গতি সম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার হয়।

*ডিসি শান্ট মোটরের গতি নিয়ন্ত্রণে ব্যবহার হয়।

*ওভার লাইট ডিটেক্টর হিসেবে।

*AC কে DC তে রুপান্তর করার জন্য।

*রাডার মডুলেটর এবং সার্ভো সিস্টেমে ব্যবহার হয়।

আজ আর বেশি কিছু লিখলাম না,আশা করি আমার এই আলোচনা আপনাদের অনেক কাজে দিবে। এই বিষয়ের উপর যদি কোন প্রশ্ন এবং অন্য কোন বিষয় সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

 

 

 

Leave a Reply